নারীর পরকীয়ার নেপথ্যে
কখনো কখনো নারী বা পুরুষ বিবাহবহির্ভূত সম্পর্ক বা পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। এমনটা হতে পারে উভয়ের বেলায়ই। বিশ্বাসঘাতকতা, অসম্মান বা মূল্যায়ন না করা, অসংলগ্ন আচরণের মতো নানা কারণেই পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন আপনার সঙ্গী। যদিও নারী বা পুরুষ যে কেউই পরকীয়ায় জড়াতে পারেন। কিন্তু নারীরা কেন পরকীয়ায় জড়ান, তার কিছু কারণ বেরিয়ে এসেছে একটি অনলাইন জরিপে। সম্প্রতি ভিক্টোরিয়া মিলান ডটকম নামের একটি ওয়েবসাইট চালিয়েছে এই জরিপ। তারা প্রায় চার হাজার নারীর সামনে কিছু প্রশ্ন তুলে ধরে পরকীয়ার কারণ জানতে চেয়েছিল।...
Posted Under : Health News
Viewed#: 176
আরও দেখুন.

